দেশজুড়ে ডেস্ক : রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে ভেসে উঠেছে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলেদের জালে আটকে ভেসে আসে রিটনের নিথর দেহ। পরে রবিবার সকালে এলোমিনা চাকমার মরদেহ ভেসে উঠে। নিহত দুজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ উপস্থিত থেকে লাশ উদ্ধার করে। এর আগে বালুবাহী বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পানিতে পড়ে নিখোঁজ হন ওই দুই শিক্ষার্থী।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লংগদু থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ও রবিবার সকালে হ্রদের দুর্ঘটনা স্থান থেকে ওই তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেদের জালের সাথে মরদেহ ভেসে উঠে। এর আগে শুক্রবার দুপুরে হ্রদের কাট্রলী বিলে স্পিডবোট ও বালুবাহী বোটের সংঘর্ষে তারা নিখোঁজ হন। এই ঘটনায় আহত হয় আরও ৬ জন।
Leave a Reply