স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে ১০০০ গাছের চারা রোপন করেছে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগ। বুধবার (১ মে) বিকেলে উপজেলা সংলগ্ন বাইপাস মোড়ে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদুর রহমানের আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথি ছিলেন মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম কিশোর।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর।
এসময় তিনি বলেন, ছাত্রলীগের কর্মসূচি সারাদেশে পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত আরো ছিলেন রাজশাহী স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন রনি, গোদাগাড়ী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. তাসরিফ কবির রিফাত, সাধারণ সম্পাদক খন্দকার আলিফ হোসেন জিহাদসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী।
Leave a Reply