1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

১৫ বছর ধরে নিজের দাঁত নিজেই তুলছেন প্রৌঢ়!

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৮৩ বার পড়া হয়েছে

বিচিত্র ডেস্ক : দাঁতের ডাক্তার দেখাতে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) বার বার চক্কর কেটেও কোনও লাভ হয়নি। শেষমেশ হতাশ হয়ে ১৫ বছর ধরে নিজেই নিজের দাঁত তুলছেন ব্রিটেনের ৫০ বছর বয়সি বাসিন্দা ডেভিড সার্জেন্ট।

সংবাদমাধ্যম ওয়েলস অনলাইনের সঙ্গে কথা বলার সময় ডেভিড জানান, বহু বছর ধরে তিনি দাঁতের সমস্যায় ভুগছেন। কিন্তু চিকিৎসার কারণে বার বার এনএইচএসের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। তার চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি বলেও দাবি করেন। এর পর পেশায় প্রাক্তন কসাই ডেভিড নিজেই নিজের দাঁত তোলার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘‘প্রথমে আমি দাঁত আলগা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং আঙুল দিয়ে খুঁচিয়ে ওই দাঁতের মাড়ি আরও আলগা করার চেষ্টা করি। পরে নিজেই ওই দাঁত টেনে বার করে দিই। দাঁত তোলার জন্য মাঝে মাঝে প্লায়ারও ব্যবহার করি।’’ ডেভিড আরও জানিয়েছেন, দাঁত তোলার আগে তিনি বেশ কয়েক বোতল বিয়ার পান করেন। পাশাপাশি ব্যথা উপশমকারী কিছু ওষুধও তিনি খান। পরের দিন সকালে ওই দাঁত থেকে রক্ত বের হলেও এক-দু’দিনের মধ্যে তিনি ঠিক হয়ে যান বলেও ডেভিড জানিয়েছেন।

তবে ডেভিডের এই অভিযোগ ভুল বলে দাবি করেছে এনএইচএস। এনএইচএসের তরফে জানানো হয়েছে, ডেভিড মানসিক সমস্যায় ভুগছেন। তাদের দাবি, ডেভিড দাঁতের চিকিৎসার জন্য কোনও দন্তচিকিৎসকের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি এনএইচএসের দফতরে এসে ঝামেলা করতেন। আর সেই কারণেই তার ওই অবস্থা।-আনন্দবাজার অবলম্বনে

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট