দেশজুড়ে ডেস্ক : মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামকস্থানে পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে দ্রুত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ১২ জনকে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে নারী, পুরুষ আর শিশুসহ ৩৭ জন যাত্রী নিয়ে নাটোরে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হাসান পরিবহন নামের একটি বাস। বাসটি দ্রুত গতিতে তেরাইল ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের পাশে উল্টে যায়। বাসে থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকে ছিলেন। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে রাজনগর গ্রামের একই পরিবারের চারজনসহ ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বামন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলী বলেন, বাস উল্টে যাত্রীরা ভেতরে আটকে পড়েছিলেন। বাস যাত্রীদের বেশিরভাগ আহত হয়েছেন। বাস ফেলে পালিয়ে গেছে চালক ও হেলপার।
Leave a Reply