1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

৫৪ বছর পর স্নাতক পাস!

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে

বিচিত্র ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাঁচ দশকেরও বেশি সময় পরে স্নাতক ডিগ্রি অর্জন করলেন আর্থার রস। গত ২৬ মে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া (ইউবিসি) থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রি পেয়েছেন ৭১ বছর বয়সী এ ব্যক্তি।

আর এর জন্য তার সময় লেগেছে ৫৪ বছর। ফলে আর্থারই এখন বিশ্ববিদ্যালয় সনদ অর্জনে বিশ্বের ধীরতম শিক্ষার্থী। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে অবশ্য বর্তমানে সবচেয়ে দীর্ঘ নিয়ে স্নাতক পাস করা শিক্ষার্থী হিসেবে নাম রয়েছে রবার্ট এফপি ক্রোনিনের।

তিনি ১৯৪৮ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে জীববিজ্ঞানে স্নাতক শুরু করেন এবং ২০০০ সালে পাস করেন। তবে তার চেয়েও দু’বছর বেশি সময় নিয়েছেন আর্থার।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার রস জানান, তিনি প্রথম ইউবিসিতে ভর্তি হন ১৯৬৯ সালে। কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না। পরিবর্তে ক্যাম্পাসে থিয়েটার ক্লাবের সঙ্গে জড়িয়ে পড়েন। বুঝতে পারেন, অভিনয়ের প্রতি তার অন্য ধরনের এক আবেগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট