1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

৭০০ গোলের চূড়ায় রোনালদো

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। জেতালেন দলকেও। অ্যান্থনি মার্টিয়ালের বদলি হয়ে মাঠে নেমেই ১৫মিনিটের মাথায় গোল করে এই রেকর্ড গড়লেন রোনালদো।

যার শুরুটা হয় স্পোর্টিং লিসবনের হয়ে; ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে পর্তুগিজ এই তারকা করেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন।

প্রিমিয়ার লিগে রবিবার রাতে গোডিসন পার্কে এভারটন বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়াও ক্লাবটির হয়ে গোল পান আন্তনি। ম্যাচের শুরু হতে না হতেই এগিয়ে যায় এভারটন। পঞ্চম মিনিটে দেমারাই গ্রের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন অ্যালেক্স আইউবি। সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ইউনাইটেড। পঞ্চদশ মিনিটে মাঝমাঠ থেকে টেনে এনে বক্সে আন্তনিকে খুঁজে নেন মার্টিয়াল। দারুন শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কিছুক্ষণ পর অবশ্য মাঠ ছাড়তে হয় মার্টিয়ালকে। বদলি হয়ে নামা রোনালদো ৪৪তম মিনিটে দলকে এনে দেন লিড। প্রতিআক্রমণে উঠে বল টেনে নিয়ে রোনালদোকে খুঁজে নেন কাসেমিরো। গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ শানায় ইউনাইটেড। তবে এভারটনের রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি আর। শেষপর্যন্ত ২-১ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা। ৮ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এভারটন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট