চাঁপাইনবাবগঞ্জ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ দলে দলে গিয়ে নৌকা মার্কায় ভোট দেবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের ন্যায্য মূল্যে স্যার দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। এখন দেশে কোন সারের সংকট নেই, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে। অপরদিকে বিএনপির আমলে সারে জন্য কৃষকদের গুলি খেতে হয়েছে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) শিবগঞ্জের মনাকষা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লিটন এসব কথা বলেন।
রাসিক মেয়র বলেন, ২০০১-২০০৬ সালে বিএনপি ১ কোটি ২৩ লাখ ভূয়া ভোটার তৈরি করেছিলো। ভূয়া ভোটার বাতিলের পর ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। এরপর থেকে নির্বাচনের মুখোমুখি হতে, জনরায়ের মুখোমুখি হতে ভয় পায় বিএনপি। আর সেই কারণে তারা নির্বাচন বর্জন করেছে।
লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন। তার প্রমাণ পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফোরলেন, সিক্সলেন সড়কসহ দেশের ব্যাপক উন্নয়ন।
রাসিক মেয়র বলেন, নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের ভ্যাগের পরিবর্তন। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ দলে দলে দিয়ে নৌকা মার্কায় ভোট দিবে।
মেয়র বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন। ইশতেহারের এক নম্বরে আছে দ্রব্যের দাম কমানো। যারা সিন্ডিকেট করে দব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, সেই সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। ইশতেহারের ২ নম্বরে আছে কর্মসংস্থান। আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে সরকার। এই এক কোটির মধ্যে নিশ্চয় শিবগঞ্জের অনেকের কর্মসংস্থান হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আজ দীর্ঘদিন থেকে বিএনপি বলে আসছে, কেয়ারটেকার সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। সেই বিএনপির খালেদা জিয়া বলেছিল, ‘পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না।’ আমরা বিএনপির কথাতেই আছি। পাগল ও শিশুকে তো নির্বাচনের দায়িত্ব দেয়া হয়নি
তিনি আরো বলেন, বিএনপি কখনো মানুষের কল্যান করেনি। লন্ডনে বসে আমোদ-প্রমোদ করা যায়, বাংলার জনগণকে হুকুম করা যায় না। যেটি লন্ডনে বসে করছে তারেক জিয়া। তারেক জিয়ার কথায় বাংলার জনগণ আন্দোলনে নামেনি, নামবেও না।
নির্বাচনী সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররমের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য জিল্লার রহমান।
Leave a Reply