স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় মেহেদী হাসান নামে এক কাজী মারা গেছেন সাত মাস আগে। এরপরও তার সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন এলাকায় বিয়ে রেজিস্ট্রি করছেন আবদুল্লাহ নামে এক প্রতারক।
বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে বিভিন্ন আলোচনা শুরু হয়। এদিকে তার মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে অনেকেই বিয়ের বৈধতা নিয়ে সংশয়ে পড়েছেন।
সদর ইউনিয়নের আমিন হালদার জানান, দুই মাস আগে আবদুল্লাহর মাধ্যমে রেজিস্ট্রি করিয়ে ছেলের বিয়ে দিয়েছেন। বিষয়টি জানান পর গত সপ্তাহে ফের স্থানীয় কাজি অফিসে গিয়ে বিয়ে রেজিস্ট্রি করেছেন।
মৃত কাজী মেহেদী হাসানের বাবা মোমিন মৌলভী জানান, বিয়ের মতো একটি পবিত্র বিষয় নিয়ে প্রতারণা খুবই দুঃখজনক। তিনি ওই প্রতারককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
পৌরসভার কাজি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ বলেন, মেহেদী কাজী বেঁচে থাকতে তার সাথে কাজ করেছি। এখন এ ধরনের কোনো কাজের সাথে জড়িত নই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, বিষয়টির সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply