তীব্র দাবদাহে পুড়ছে রাজশাহী। দিনদিন পাল্লা দিয়ে যেন বাড়ছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। এতে উষ্ম গরম থেকে বাঁচতে নগরে পথচারী ও শ্রমজীবীরা বেছে নিয়েছেন গাছের ছায়া।
এছাড়া এই গরমে মানবিকতার হাত বাড়িয়েছে বিভিন্ন সংগঠন। তপ্তরোদ থেকে অসহায়দের সহায়তায় পানি, শরবত বা জুস নিয়ে এগিয়ে এসেছেন তারা।
স্কুল বন্ধ থাকায় নগরীর এবিসি স্কুলের শিক্ষক কর্মকর্তারা শহরের রেলগেট, সোনাদিঘী এলাকায় রিকশা, অটোরিকশা চালক ও পথচারিদের মাঝে কোমল পানীয় বিতরণ করেন। প্রায় দুই হাজার মানুষের মাঝে এসব পানীয় সরবরাহ করেন তারা। এমন উষ্ণ সময়ে মানবিকতায় খুশি পথচারি রিকশা চালরাও।
Leave a Reply