1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ। এই ম্যাচ জিততে পারলেই সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টসে জেতা দল শুরুতে ফিল্ডিং নেবেন এটাই যেন অবধারিত হয়ে আসছিল। তবে আজ ব্যত্যয় ঘটালেন মার্করাম। এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার মতে, রান তাড়া এখানে বেশি কঠিন। অবশ্য একই মাঠে গতকাল (রোববার) ভারতের বিপক্ষে ১২০ রানের টার্গেট তাড়া করতে পারেনি পাকিস্তান। আজও একই পিচে খেলা হচ্ছে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট