স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগের এক নেতা।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করা হয়। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার মামলাটি করেন।
আদালতের বিচারক মারুফ আল্লাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন। একইসঙ্গে আগামী ৯ আগস্ট মামলার পরবর্তী দিন নির্ধারণ করেছেন বিচারক। মামলায় আবু সাইদ চাঁদসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, ‘রাজশাহীতে বিএনপির নেতারা হরহামেশায় আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তারই ধারবাহিকতায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আমাদের নেত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাই তার বিচারের জন্য আদালতে মামলা করেছি। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে আশা করছি।’
জানা গেছে, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবিবুরের মোড় এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন তিনি।
Leave a Reply