স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দফতরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী মহানগরী দেখে মুগ্ধতার কথা জানান এবং প্রশংসা করেন নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, সবুজায়ন ও পরিচ্ছন্নতার।
নগর ভবনে বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড‘কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সিটি মেয়র।
এরআগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য আর বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, সুইস রেডক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিতাব শর্মা, DASCOH ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য চৌধুরী সরওয়ার জাহান সজল, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান কামরুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply