স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দুই মোটরসাইকেল সংঘর্ষে কফিল উদ্দীন (৫৫) নামে এক সহকারি চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে গোপালহাটি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কফিল উদ্দীন গোপালহাটি গ্রামের বাসিন্ধা ও দুর্গাপুর উপজেলার মাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারি চিকিৎসক ।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম। স্থানীয়রা জানায়, কফিল উদ্দীন আছরের নামাজ মসজিদে পড়তে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। বাড়ি থেকে মহাসড়কে উঠতেই অপর একটি মোটরসাইকেল (তিনজন যাত্রী) তাকে সজরে ধাক্কা দিলে তিনি সড়কেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
Leave a Reply