সিএম-এসএমই উদ্যোগে অর্থায়ন সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা ও নতুন নীতিমালা প্রণয়নে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আওতাধীন ৭ জেলার ৪০টি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর কাজীহাটা এলাকায় সেমিনার হলরুমে সভার আয়োজন করাহয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিগত সময়ে সিএম-এসএমই খাতে ঋণ নিয়ে পর্যালোচনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করাহয়। এতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বিতরণের দুর্বলতার জায়গা তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতায় করনীয় নিয়ে আলোচনা করা হয়। পরে সভায় অংশগ্রহনকারিদের সাথে এ খাতে ঋণ নিয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন করা হয়।
এর আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান দেশের অর্থনীতিতে সিএমএসএমই গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এই খাতের ঋণ দেশের জিডিপিতে ৩০ শতাংশ আবদান রাখলেও ভিয়েতনাম ও ভারত ৬০ এবং চীন ৭০ শতাংশ পর্যন্ত আবদান রাখছে। এ আবস্থায় এসএমই খাতে এই ঋণ নীতিমালা সর্বশেষ ২০১৬ তে প্রনয়ণ করা হয়, ফলে এ নীতিমালার হালনাগাদের জন্য অন্তর্ভুক্তিমূলক এ সভার আয়োজন করাহয়।
Leave a Reply