ম্যানেজমেন্ট সম্পৃক্ততার কারণে ব্যাংকখাতে লুটপাট ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুন নাহার।
তিনি বলেন, বিশ্বের অন্য দেশগুলোতে গুটিকয়েক ব্যাংক দেখা যায়। অথচ আমাদের দেশে তুলনামূলক অনেক ব্যাংক রয়েছে। আর এইসব ব্যাংকে মূলত রাজনীতির কারণেই দূর্নীতি হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনের এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুন নাহার। এদিন চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর টেকসই প্রতিষ্ঠারকরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিআইবিএম। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নুরুন নাহার।
সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি বলেন, দেখা যায় একটি আনইথিক্যালি ভালো করছে, তার সঙ্গে প্রতিযোগিতা করছে অন্য ব্যাংকগুলো। এতে করে ব্যাংকগুলো আর টেকসই হয় না। আসলে ব্যাংকখাতে ভালো করতে হলে সততা জরুরি। একই সঙ্গে অতিরিক্ত লাভের প্রবণতা দূর করতে হবে।
তিনি বলেন, তারল্য সংকট কাটাতে অনেক ব্যাংককে সহায়তা দেওয়া হয়েছে। সেই ফান্ড সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে বন্টন, দায়িত্ব ও জবাবদিহিতা নিশ্চিত হলে আগামী ৪ মাসের মধ্যে ব্যাংকগুলো স্বাভাবিক হবে। সেই সঙ্গে ব্যাংকগুলোর সাসটেইনেবল সঠিকভাবে গ্রো করবে।
Leave a Reply