ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত শতাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে নিবার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।
দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক হাজার ৪৫ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭০০ জনের বেশি বাংলাদেশি নাগরিক।
ত্রিপুরা পুলিশ বলছে, রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছর মোট ৭৩৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৮ বাংলাদেশিকে। এছাড়া গত বছর ৭১ রোহিঙ্গা ও এক নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চলতি বছরে ৮ রোহিঙ্গা ও এক নাইজেরীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply