1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

৯০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে আইপিএলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে কলকাতার ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৭৫০ টাকা। এ বার সেটা ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯০০ টাকা।

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফ জিতেছে ভারত। ভারতের ট্রফি জয়ের রেশ কাটার আগেই শুরু হতে যাচ্ছে আইপিএল। ফলে ট্রফি জয়ের প্রভাব পড়তে পারে এই লিগে। আইপিএলের প্রতি এ বার আগ্রহ খানিকটা বেশিই থাকতে পারে দর্শকদের।

এবারের আইপিএলের প্রথম ম্যাচ ইডেনে। কলকাতা নাইট রাইডার্স খেলবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে।

শুধু ইডেনের টিকিট নয়, চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টিকিট নিয়েও চাহিদা রয়েছে। সবচেয়ে বেশি বার আইপিএল জয়ী এই দুই দলের ম্যাচ রয়েছে চেন্নাইয়ে।

সাধারণত আইপিএলে টিকিটের চাহিদা বাড়ে প্লে-অফ পর্বে। কিন্তু এ বারের আইপিএল নিয়ে শুরু থেকেই রয়েছে উন্মাদনা। তার কারণ, এ বারের আসরে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহেন্দ্র সিংহ ধোনিদের দিকে নয়, নজর থাকবে বরুণ চক্রবর্তী, হার্ষিত রানাদের মতো তরুণদের ওপরও।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই প্রতিযোগিতা ছিল আইপিএলের পর। এ বার আইপিএল শুরুর ঠিক ১৩ দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। যে কারণে আগ্রহটা বেশি বলে মনে করা হচ্ছে। সেটা উপলব্ধি করেই হয়তো টিকিটের দাম বৃদ্ধি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট