স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছে থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার তিনজন, রাজপাড়া থানার একজন, চন্দ্রিমার দুজন, মতিহারের একজন, কাটাখালীর ছয়জন, বেলপুকুরের দুজন, শহমখদুম থানার ছয়জন, এয়ারপোর্ট থানার দুজন, পবার দুজন, কাশিয়াডাঙ্গার দুজন, দামকুড়া থানার একজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এরমধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১০ জন মাদকদ্রব্যসহ এবং বিভিন্ন অপরাধে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে মোট ৩৩.৬ গ্রাম হেরোইন, ১২৫ গ্রাম গাঁজা, ১৪ পিস ট্যাপেন্টাডল ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
Leave a Reply