স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ। সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নগরের লক্ষ্মীপুর সংলগ্ন বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী আজম সেন্টু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সামাউন ইসলাম, সাবেক ছাত্রনেতা মেরাজুল ইসলাম মেরাজুল, এ্যাড. রবি উদ্দিন শাহিন, আব্দুল্লাহ আল শিবলী, মোঃ কামরান হাফিজ, মোঃ মুস্তাফিজুর রহমান ফারুক। শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার অত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply