স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র্যালী করেছে
রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে র্যালী শেষে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মী।পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, রাজশাহী জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শাহাবুল মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, সাবেক ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার এ,কে,এম ইয়াসিন আলী মোল্লা, বাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, সেক্টর কমান্ডার ফোরাম সভাপতি হাসান খন্দকার, মতিহার থানা কমান্ডার, রাজপাড়া কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাগনের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিটের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিঠু সহ-সভাপতি মাসুম আখতার শিশির, মো: শরীফ উদ্দিন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক , আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক তৌহিদ জামিল, দফতর সম্পাদক মো: আহসান আলী, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক শামস-ই-মোহাইমেন সাগর, সমাজ কল্যান সম্পাদক নাফিজ হাসান খানসসহ জেলা ইউনিটের সদস্যবৃন্দ।
Leave a Reply