স্টাফ রিপোর্টার,বাঘা : বাঘায় পুকুরে ডুবে আড়াই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লাবিনা খাতুন। তিন ভাই বোনের মধ্যে ছোট ছিল লাম ইয়া খাতুন।
নিহতের পিতা ইবরাহিম প্রামানিক জানান , সহপঠিদের সঙ্গে বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলার সময় পা ফসকে পুকুরে পড়ে যায়। পরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply