1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মেয়াদের সময়সীমা নিয়ে হওয়া একটি মামলা বিবেচনাধীন থাকা অবস্থায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দাফতরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রায়ুথ মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন, এমন অভিযোগ এনে মামলা করে থাইল্যান্ডের বিরোধীদলগুলো।

থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। বিরোধীদের এই আবেদন বিবেচনায় নিয়ে বুধবার আদালত ওই সিদ্ধান্ত দেয় বলে জানিয়েছে বিবিসি।

২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ; ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তাকে পাকাপাকিভাবে অব্যাহতি দেয়া হবে কিনা, সে বিষয়ক চূড়ান্ত রায় না দেয়া হলেও মামলাটি বিবেচনাধীন থাকা অবস্থায় প্রায়ুথ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান বিরোধিতার মুখে পড়া প্রায়ুথ (৭৭) গত মাসেই তার বিরুদ্ধে আনা একটি অনাস্থা ভোটে উৎরে গিয়েছিলেন।

বুধবার আদালতের সিদ্ধান্তের আগে বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল।
বিরোধীদের ভাষ্য, ২০১৪ সালের মে মাসে ক্ষমতা দখলের পর ২৪ অগাস্ট থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রায়ুথ, সে হিসেবে ২৪ অগাস্ট, ২০২২-ই বুধবার তার সংবিধানপ্রদত্ত ৮ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

অন্যদিকে সমর্থকদের যুক্তি, প্রায়ুথের সময়সীমা শুরু হতে পারে ২০১৭ বা ২০১৯ সাল থেকে। ২০১৭ সালে থাইল্যান্ডের নতুন সংবিধান প্রণীত হয়েছে, আর ২০১৯ সালের সাধারণ নির্বাচনে জিতে প্রায়ুথ প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন। আদালত সমর্থকদের এই ভাষ্যের সঙ্গে একমত হলে এবং পররর্তী সাধারণ নির্বাচনে জিতলে সাবেক সেনাপ্রধান প্রায়ুথ কার্যত ২০২৭ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। প্রায়ুথকে অব্যাহতি দেয়ায় আইন অনুযায়ী এখন উপ-প্রধানমন্ত্রী প্রায়ুইত ওংসুয়ানকেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট