1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে স্বত্ব লঙ্ঘনের অভিযোগে মার্কিন কোম্পানি ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে মডার্না। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্নার অভিযোগ, মহামারীর বেশ ক’বছর আগেই তারা এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। কোভিড টিকা তৈরিতে ফাইজার ও বায়োএনটেক সেটা নকল করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্র এবং জার্মানির আদালতে মামলা করার কথা জানিয়েছে মডার্না। সেখানে আর্থিক ক্ষতির দাবি করা হলেও সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়।

মডার্না দাবি করেছে, ফাইজার এবং বায়োএনটেক দুই ধরনের মেধা স্বত্ব নকল করেছে। যার একটি হচ্ছে এমআরএনএ কাঠামো নিয়ে। মডার্না বলছে ২০১০ সালে তাদের বিজ্ঞানীরা এ কাজে হাত দেন এবং ২০১৫ সালে প্রথম মানবদেহে পরীক্ষাও করা হয়।

মেধাস্বত্ব লঙ্ঘনের দ্বিতীয় অভিযোগ করা হয় করোনাভাইরাসের স্পাইক প্রোটিন চিহ্নিত করার ‘কোডিং’ নিয়ে। বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, “আমরা যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তির প্ল্যাটফর্ম প্রবর্তন করেছি তা রক্ষার জন্য আমরা মামলাগুলো করতে যাচ্ছি।

“যেটা তৈরি করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হয়েছে এবং কোভিড-১৯ মহামারীর আগের দশকেই এর স্বত্ব নেওয়া হয়েছে।”
নতুন করোনোভাইরাসের টিকা তৈরির ক্ষেত্রে প্রথম সারির কয়েকটি গ্রুপের মধ্যে রয়েছে মডার্না ইনকরপোরেশন এবং ফাইজার ইনকরপোরেশন ও বায়োএনটেক।

রয়টার্স জানায়, মামলার খবরে পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দর ১ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। এছাড়া আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে লেনদেন হয় বায়োএনটেকের শেয়ার। মামলার খবরে যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার জানিয়েছে এ ধরনের পদক্ষেপে তারা ‘বিস্মিত’ এবং এসব অভিযোগের বিরুদ্ধে তারা লড়াই করবে।

বিবিসি জানায়, ২০১০ সালে গড়ে ওঠা ওষুধ কোম্পানি মডার্নার তৈরি এমআরএনএ প্রযুক্তি কোভিড টিকার ক্ষেত্রেই প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে রোগ প্রতিরোধে সাড়া দেওয়ার জন্য করোনাভাইরাসের টিকায় জেনেটিক কোডের একটি অনু ব্যবহার করা হয়, যাকে ম্যাসেঞ্জার আরএনএ বলা হয়।

এর ফলে প্রকৃত ভাইরাসের সংক্রমণ হলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত হয়ে ওঠে মানবদেহ। মহামারীর শুরুতে মডার্না বলেছিল, টিকা তৈরিতে সহায়তার জন্য অন্য ওষুধ কোম্পানিগুলোকে স্বত্ব নিয়ে কোনো বাধা দেওয়া হবে না। বিশেষভাবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য একথা বলা হয়।

তবে গত মার্চ মাসে মডার্না জানায়, ফাইজার এবং বায়োএনটেকের উচিত তাদের মেধা স্বত্ব অধিকারকে সম্মান জানানো। তবে সেসময় কোনো ক্ষতির কথা বলেনি কোম্পানিটি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট