দেশজুড়ে ডেস্ক: খুলনায় দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় খানজাহান আলী থানার এসআই আব্দুল হক (৫৪) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে খানজাহান আলী থানার সামনের আফিলগেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। তিনি খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।
নগরীর খানজাহান আলী থানার ওসি মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, দায়িত্ব পালনের সময় একটি খালি ট্রাক আব্দুল হককে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১টার দিকে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি। ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। প্রথম জানাজা শেষে আব্দুল হকের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
Leave a Reply