স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ধারাবাহিক আন্দোলন হিসেবে আজো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর কোট শহীদ মিনার প্রাঙ্গনে সাংবাদিকরা এ কর্মসূচিপালন করেন।
মানববন্ধনে রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশান, সাংবাদিক ইউনিয়নের সদস্যরাসহ সকল সাংবাদিক অংশগ্রহন করেন। এছাড়া রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, আদিবাসী ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষনা করে এতে অংশগ্রহন করেন।
বক্তারা গেল ৫ সেপ্টম্বর এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও চিত্র সাংবাদিক রুবেল ইসলামের ওপর হামলাকারিদের বিচারের দাবি করেন।এ সময় এই ঘটনায় ১৫ জন আসামীর মধ্যে পুলিশ মাত্র দুই জনকে গ্রেফতার করায় সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন।
Leave a Reply