1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে বিধ্বস্ত করল অস্ট্রেলিয়া

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৫০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়া টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন, অন্যদিকে শ্রীলঙ্কা আছে র‍্যাঙ্কিংয়ের নয়ে। দুই দলের লড়াইটা যেমন হওয়ার কথা, হয়েছে তেমনই। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তবে ম্যাচটা নিয়ে আলোচনা হচ্ছে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কারণে। দারুণ শুরুর পর যে ২৮ রানে শেষ ৯ উইকেট খুইয়েছে দলটি!

অধিনায়ক দাসুন শানাকা সিরিজ শুরুর আগে দলের ড্রেসিং রুমের বদলে যাওয়া পরিবেশের কথা বলছিলেন। সেটা হওয়ারই কথা, সদ্যসমাপ্ত আইপিএল থেকে খেলে এসেছেন একগাদা ক্রিকেটার, দলে যোগ হয়েছেন নতুন কোচিং স্টাফ। সব মিলিয়ে সেই সংবাদ সম্মেলনে একটা দিন বদলের সুর শুনিয়ে গিয়েছিলেন লঙ্কান অধিনায়ক।

প্রথম টি-টোয়েন্টিতে কাল যখন টসে হেরে ব্যাট করতে নামল শ্রীলঙ্কা, তখনো মনে হচ্ছিল শানাকার কথাই ঠিক। পাওয়ারপ্লেতে দানুষ্কা গুনাথিলাকাকে হারালেও পাওয়ারপ্লেতে লঙ্কানরা তোলে ৬০ রান। ১২ ওভারে ছুঁয়ে ফেলে তিন অঙ্ক।

এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার শুরু। সে ওভারের শেষ বলে মিচেল স্টার্কের স্লোয়ার ইয়র্কারে বোল্ড হয়ে ফিরলেন পাথুম নিশাঙ্কা। জশ হেইজেলউডের করা পরের ওভারে চার, পাঁচ আর ছয়ে নামা তিন ব্যাটসম্যান কুশল মেন্ডিস, দাসুন শানাকা আর ভানুকা রাজাপাকশেকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেই যে কক্ষপথ থেকে ছিটকে পড়ল দলটা, ফেরা হলো না আর।

তবু একটা আশা ছিল, তিনে নেমে উইকেটে দারুণভাবে থিতু হওয়া চারিথ আসালঙ্কা যে ছিলেন তখনো। লঙ্কানদের সে আশার প্রদীপ নিভে গেল ১৬তম ওভারে। ৩৪ বলে ৩৮ করা আসালঙ্কা কাটা পড়লেন রান আউটের কাটায়। পরের ওভারে চামিকা করুণারত্নেও একই ভাগ্য বরণ করলেন, তাতে লঙ্কানদের দুর্গতিটা বাড়ল আরও।

১৯তম ওভারে স্টার্ক এসে লঙ্কানদের লেজ মুড়ে দেওয়ার কাজটা সারেন। দারুণ শুরু পাওয়া স্বাগতিকতা তাতে অলআউট হয় ইনিংসের ৩ বল বাকি থাকতেই। অজিদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১২৯ রানের।

মামুলি পুঁজি ডিফেন্ড করতে গিয়ে শ্রীলঙ্কার হাতে স্পিন ছাড়া তেমন বিকল্পও ছিল না। মাহীশ থিকশানা বোলিংয়ের উদ্বোধন করতে আসেন, পঞ্চম ওভারে ওয়ানিন্দু হাসরাঙ্গা। তা যে দলের খুব একটা উপকারে আসেনি, তার একটা প্রমাণ মেলে শেষজনের বোলিং বিশ্লেষণে; দুই ওভারে হাসরাঙ্গা দিয়েছেন ২৭ রান, ম্যাচে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান খরচা তারই।

৩২ বলে ফিফটি ছুঁয়েছেন ডেভিড ওয়ার্নার, আর তার সঙ্গী অ্যারন ফিঞ্চ ছুঁয়েছেন ৩৭ বলে। দুয়ের যুগলবন্দিকে শেষ পর্যন্ত থামাতে পারেনি শ্রীলঙ্কা। তাতে অস্ট্রেলিয়া ম্যাচটা জেতে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১২৮ অলআউট (আসলঙ্কা ৩৮; হেইজেলউড ৪-১৬, স্টার্ক ৩-২৬) অস্ট্রেলিয়া ১৪ ওভারে ১৩৪/০ (ওয়ার্নার ৭০*, ফিঞ্চ ৬১*)
ফলাফল : অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
ম্যাচসেরা : জশ হেইজেলউড

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট