পঞ্চগড়: বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবে ৬৯ জন নিহত ও তিনজন নিখোঁজ হওয়ার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এতে ইজারাদার ও মাঝির অদক্ষতাসহ ৮টি কারণ চিহ্নিত করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
তিনি বলেন, তদন্ত কমিটি তাদের দাখিলকৃত প্রতিবেদনে ঘাটের ইজারাদারের গাফিলতি, অদক্ষ মাঝি, অতিরিক্ত যাত্রী ও নৌকার ত্রুটিসহ ৭-৮টি কারণ চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক সুপারিশও উল্লেখ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। এছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিবেদন করা হয়েছে। তদন্ত কমিটি, পুলিশ ও ফায়ার সার্ভিসের তৈরি প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত প্রতিবেদনে সুপারিশ হিসেবে বলা হয়েছে, তৃণমূল পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ ব্যবস্থা করা, সামাজিক সচেতনতা বাড়ানো, নিরাপত্তাঝুঁকি বিষয়ক সচেতনতা সৃষ্টি, ইজারা প্রদানকারী প্রতিষ্ঠানের তদারকি বাড়ানো এবং খেয়া ঘাটগুলোতে আরও উন্নত ব্যবস্থা নেওয়া ইত্যাদি।
Leave a Reply