স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন নওগাঁ জেলার সাপাহার উপজেলার রাম রামপুর গ্রামের মোজাফফরের ছেলে। স্থানীয়রা জানায়, নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার পথে এবং রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করে।
Leave a Reply