1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

এশিয়া কাপ ফুটবলের হাতছানি বাংলাদেশের

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : এএফসি অ-১৭ বাছাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আজ শেষ ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হবে। এই ম্যাচে বাংলাদেশ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাবে। ড্র করলে ইয়েমেন ও বাংলাদেশ উভয়ের পয়েন্ট ৭ হবে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ইয়েমেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলবে।

ড্র করলেও বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা থাকবে। তখন তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে। ১০ গ্রুপের সেরা পাঁচ রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে। ৭ পয়েন্ট পেলে পরের পর্বে খেলার সমূহ সম্ভাবনা থাকবে৷ হারলে ৬ পয়েন্ট নিয়েও মৃদু সম্ভাবনা থাকবে। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২-তে আর ইয়েমেন আছে ১৫৫তম অবস্থানে। বাছাই পর্বে ইয়েমেন কোনো গোল হজম করেনি এখনো। দুই ম্যাচে ১৪ গোল করেছে তারা। সেখানে বাংলাদেশের গোল চারটি এর মধ্যে সিঙ্গাপুরের উপহার দুটি।

বাংলাদেশের বিপক্ষে ফেবারিট ইয়েমেন। বাংলাদেশের পক্ষে রয়েছে মাঠ ও সমর্থক। বাংলাদেশের খেলোয়াড়রা বাফুফের এলিট একাডেমির যারা সারাবছর এই কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও ইয়েমেনের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট