স্টাফ রিপোর্টার, নওগাঁ: পত্নীতলায় ট্রাক্টরচাপায় রায়হান আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের পেজাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান আলী উপজেলার টেংরাকুড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রায়হান আলীর বাড়িতে তার মামা বেড়াতে এসেছেন। বিকেলে রায়হান তার মামার মোটরসাইকেল নিয়ে পত্নীতলার মধইল বাজার থেকে নজিপুর বাজারের দিকে আসছিলেন। পেজাপাড়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়েন রায়হান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পত্নীতলা থানার পুলিশ জানায়, ঘাতক ট্রাক্টরটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply