রেনেসাঁস নিউজ ডেস্ক : চিকিৎসক দেখাতে বেরিয়ে চার দিন ধরে নিখোঁজ এক বীর মুক্তিযোদ্ধার লাশ পাওয়া গেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো এক লিফটের মধ্যে। রবিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের অব্যবহৃত লিফটের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় কর্তৃপক্ষ। পরে কিছুটা গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান জানান।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডল (৮৭) সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। তার নিখোঁজের বিষয়ে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পরিবার। নিহতের পৌত্র (ছেলের ছেলে) ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, তার দাদা মঙ্গলবার চিকিৎসক দেখাতে সদর হাসপাতালে এসেছিলেন। তারপর ওষুধ নেয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
“এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।“ অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আরও বলেন, “লিফটি তিন মাস ধরে অকেজো; এখান থেকে কিছু হলো কি-না এবং প্রতিবেশীর সঙ্গে বিরোধ- দুটি ক্লু-কে গুরুত্ব দিয়ে তদন্ত কাজ করা হচ্ছে। তবে অন্যান্য বিষয়গুলোকেও খতিয়ে দেখবে পুলিশ।” “সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করতে সহজ হবে”, যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply