স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেলের তেল চুরির সময় জাহাঙ্গীর আলম (৩৪) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। এ সময় ৯০ লিটার তেল জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে হরিয়ান স্টেশনসংলগ্ন কাটাখালি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) গোয়েন্দা শাখা রাজশাহীর ইনচার্জ উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর কাটাখালি থানার এমাদপুর নতুন পাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে। জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বেলা ২টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা টিম হরিয়ান স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় স্টেশন সংলগ্ন বিটিও থেকে তেল চুরির সময় জাহাঙ্গীর আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ৯০ লিটার তেল জব্দ করা হয়। পরে জিআরপি থানার মাধ্যমে আসামিকে গ্রেফতার দেখানো হয়।
Leave a Reply