পাবনা : আটঘরিয়া উপজেলায় আবু মুসা খা (৩৫) নামে চরমপন্থী দলের সাবেক এক সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাচকিয়া অলির মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবু মুসা খা চাচকিয়া গ্রামের দিয়ারপাড়ার অলিউল্লাহ খার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য ছিলেন। ২০১৯ সালে জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচকিয়া অলির মোড়ে নাজিবুল ইসলামের চায়ের দোকানে কেরাম খেলা দেখছিলেন মুসা। মাগরিবের আজানের কয়েক মিনিট আগে সিএনজিচালিত অটোরিকশা করে ৪-৫ জন দুর্বৃত্ত এসেই তাকে গুলি এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ জানায়, ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সেটি জানা সম্ভব হয়নি।
Leave a Reply