স্পোর্টস ডেস্ক : কাংলাদেশের দেয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ সতর্ক হয়ে খেলতে থাকেন পাকিস্তানের দুই ব্যাটার। যদিও ধীর গতিতে এগুতে থাকেন পাক দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। ইনিংসের ১১তম ওভারে এসে দলকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার নাসুম আহমেদ। দলীয় ৫৭ রানে বাবর আজমকে ব্যক্তিগত ২৫ রানে ক্যাচ আউটের ফাঁদে ফেলে বিদায় করেন এই স্পিনার।
এরপরেই দলীয় ৬২ রানে পেসার এবাদত হোসেন আঘাত হানেন পাক শিবিরে, ফিরিয়ে দেন মোহাম্মদ রিজওয়ানকে। ক্যাচ আউটের ফাঁদে ফেলে ৩২ রানে রিজওয়ানকে বিদায় করেন সিলেটের এই পেসার।
অ্যাডিলেডে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করেছে ১২৭ রান। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানের ছন্দপতন হতে পারত।
তবে তাসকিন আহমেদের করা প্রথম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানকে আউট করার সহজ সুযোগ মিস করেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। তাসকিনের তৃতীয় বলেই রিজওয়ানের ক্যাচ ছাড়েন সোহান।
Leave a Reply