তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহার আরও সহজ করার জন্য রয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন। সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে শুরু করে ছবি এডিটিং অ্যাপ, বিভিন্ন সংস্থার অ্যাপ ইনস্টল করেন ফোনে। জানেন কি, এগুলোই হতে পারে আপনার বিপদের কারণ।
সাইবার অপরাধীরা বিভিন্ন ভুয়া অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে বিপদে ফেলছে। সম্প্রতি গুগল প্লে স্টোরে এমনই কিছু অ্যাপ খুঁজে পেয়েছেন গবেষকরা। এগুলো ফোন থেকে ডেটা চুরি করছে। শুধু স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য চুরিই নয়, করছে আরও অনেক সাইবার অপরাধ। তাই জেনে নিন কোন অ্যাপগুলো ডাটা চুরি করছে। আপনার ফোনে থাকলে দ্রুত আনইনস্টল করুন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে অবশ্যই সতর্ক হোন।
গবেষকদের মতে, এই অ্যাপ্লিকেশনগুলো শুরুতেই আপনার ফোনের ডাটা চুরি করবে না। ডাউনলোড করার কিছুদিন পর থেকেই ব্লুটুথ, ও্যাইফাই, ইউএসবি ব্লুটুথ অ্যাপ সেন্ডার দিয়ে ডাটা চুরি করতে শুরু করবে। এরপর আপনার ফোনের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারে ফিশিং সাইটটি খোলে ও তথ্য চুরি শুরু করে। এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ডাউনলোড করা হয়েছে।
অ্যাপগুলো হলো-
১.রিকোভার অডিও, ইমেজ অ্যান্ড ভিডিওস
২.জিটের অথেনটিকেশন
৩.ফাইল ম্যানেজার স্মল, লাইট
৪.মাই ফাইন্যান্স ট্র্যাকার
৫.কোডিস ফিস্কেল ২০২২
Leave a Reply