স্পোর্টস ডেস্ক : জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে তার সর্বশেষ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের বকেয়ার বিষয়টি অবহিত করেন।
গত ২ নভেম্বর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে চিঠি দেন জামাল ভুইয়া। সেই চিঠিতে জামাল ভুইয়া সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে তিন মাস বকেয়া বেতনের কথা উল্লেখ করেন। তার চিঠিতে সাড়ে ১৬ লাখ টাকা পাওনার কথা উল্লেখ করেছেন৷
জামাল ভুইয়া গত দুই মাস যাবত বকেয়ার বিষয়টি নিয়ে কথা বলছেন৷ সাইফ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের সাথেও তার কথা হয়েছে। তারা সেই অর্থ দ্রুত প্রদানের আশ্বাস দিলেও এখনো পাননি বলে চিঠিতে উল্লেখ করেছেন৷
জামাল ভুইয়া তার প্রাপ্য আদায়ে বাফুফের সাহায্য চেয়েছেন৷ সাইফ স্পোর্টিং ক্লাব চলতি মৌসুম থেকে প্রিমিয়ারে অংশগ্রহণ করবে না। ফুটবল থেকে সাইফ স্পোর্টিং সরে যাওয়ায় বাফুফের এখতিয়ারও সেভাবে নেই। জামাল ভুইয়া চলতি মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলবেন৷
Leave a Reply