1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

রাজশাহীতে ২৬ শিশুকে বিকল্প সাজা দিলেন আদালত

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২৬ শিশু আসামিকে সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে মুক্তি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পরিবহন, ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধের ৩০টি মামলা ছিল ওই ২৬ শিশুর নামে। তাদের সবারই এটি প্রথম মামলা। তবে আর কোনো দিন এ ধরনের অপরাধে জড়াবে না মর্মে শপথ পাঠ করেছে। একই সঙ্গে তাদের ভালো কাজ করাসহ ১০টি শর্ত দিয়েছেন আদালত। রায় কার্যকরের বিষয়টি সমাজসেবা প্রবেশনারি কর্মকর্তাকে মনিটরিং করতেও বলা হয়েছে।

পিপি আরও বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। বাংলাদেশে প্রথম এক সঙ্গে এত বেশি শিশুকে এমন আদেশ দেয়া হলো। তাদের মানসিক পরিবর্তনের জন্য এমন রায় দিয়েছেন আদলত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট