স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছিলেন ত্রিস্তোফা এনকুনকু। কিন্তু প্রস্তুতি পর্বই শেষ করে দিল বিশ্ব মঞ্চে তার খেলার স্বপ্ন। হাঁটুতে চোট পেয়ে কাতার আসর থেকে ছিটকে গেলেন ফ্রান্সের এই স্ট্রাইকার। দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলনের সময় চোট পান ২৫ বছর বয়সী এনকুনকু। পরীক্ষায় ধরা পড়ে তার বাঁ হাঁটু মচকে গেছে। সে দিনই পরে লাইপজিগের স্ট্রাইকারকে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে না পাওয়ার কথা জানায় ফরাসি ফেডারেশন।
দিদিয়ের দেশমের দলে করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপের ‘ব্যাকআপ’ হিসেবে ছিলেন এনকুনকু। আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের এবারের বিশ্বকাপে যাত্রা। ফিফার নিয়ম অনুযায়ী, দলগুলি তাদের প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে চোট পাওয়া খেলোয়াড়দের বদলি নিতে পারবে।
ফরাসি ফেডারেশন জানায়, ফিফার কাছে পাঠানো মেডিকেল রিপোর্টের যাচাই হয়ে গেলেই এনকুনকুর বদলি ঘোষণা করবে তারা। এর আগে গত সোমবার প্রেসনেল কিম্পেম্বেকে হারিয়েছে ফ্রান্স। হ্যামট্রিং চোটে ভুগছেন পিএসজি ডিফেন্ডার। ওইদিনই দুইজনকে বিশ্বকাপ দলে যোগ করে ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা। ডাক পান বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাস থুরাম ও মোনাকো ডিফেন্ডার আক্সেল দিসাসি।
Leave a Reply