1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে মতবিনিময় সভা

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সুশান প্রতিষ্ঠার নিমিত্তে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষকদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বারিন্দ মেডিকেল কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দায়েম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুদ্ধাচারের মাধ্যমে দাপ্তরিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, এপিএ সংক্রন্ত কাজে উদ্ভুদ্ধ করনের নিমিত্তে সততা ও আন্তরিকতা পেশাগত দায়িত্ব পালনে আরও গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে। আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকতা—কর্মচারীর ক্ষেত্রে শুদ্ধাচার চর্চা যাতে অব্যাহত থাকে সে লক্ষে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

উপাচার্য আরো বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল একটি গুরুত্বপূর্ণ জাতীয় দলিল। এই দলিল বাস্তবায়ন এককভাবে সরকার এবং সরকারি দপ্তরগুলির ওপর নির্ভর করে না।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন রামেবির কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন, বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষক— কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট