স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় রহিত ইসলাম (জয়) নামে এক স্কুলছাত্র নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২১ নভেম্বর ) সকাল ৯টার দিকে উপজেলার পীরগাছা গ্রামে এঘটনা ঘটে। নিহত রহিত ওই গ্রামের হয়রত আলীর ছেলে এবং উপজেলার নওটিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তার মা রৌশনারা জানান, বেশ কিছুদিন ধরে আমার কাছে মোবাইল ফোন কিনে দেয়ার জন্য আবদার করেছিল। তার আবদার মেটাতে না পারায় অভিমানে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করে ।
স্কুলছাত্রের চাচা বাবুল আক্তার জানান, রহিত ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জরুরি বিভাগের কর্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়।
বাঘা থানার পুলিশ জানায়, ইউডি মামলা করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় । কোন অভিযোগ না থাকায় ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply