স্টাফ রিপোর্টার : ‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী সিভিল সার্জন এবং আসক্ত পুনর্বাসন সংস্থার (আপস) উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্ত্বর প্রদক্ষিণ করে।
র্যালিতে প্রতিনিধিত্ত্ব করেন সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক।র্যালিতে সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কর্মকর্তা/কর্মচারীসহ দেড়শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক। বিশ্ব এইডস দিবস উপলক্ষে নগরজুড়ে এইচআইভির সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার মাইকিং করা হয়।
বিকেলে আপসের প্রধান কাযালয়ে আপসের নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার পল্টুর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিভিল সার্জনের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সামসুজাজামান।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশে এইডসের সংক্রমণের হার কম থাকলেও স্বস্তি পাওয়ার মত কিছু নেই। কারণ প্রতি বছর এইচআইভি সংক্রমনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ধর্মীয় মূল্যবোধের বিষয়টি তুলে ধরলে সম্বলিত প্রচেষ্ঠায় এইচআইভি প্রতিরোধ সম্ভব। সভায় রাজশাহীর সরকারী, বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নেটওয়ার্কের সদস্য, এক্স ও কারেন্ট ড্রাগইউজার এবং আপসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এদিকে ,আপস ও হাকিমপুর উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে দুই দিনব্যাপি ফ্রি এইচআইভি পরীক্ষা ও পরামশ কেন্দ্র পরিচালনা করা হয়। কেন্দ্রটির উৎবোধন করেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাস। এছাড়া আপস সপ্তাহব্যাপী সকল সাভিস সেন্টারে বিনামূল্যে এইআইভি পরীক্ষা, গনসচেতনতার লক্ষে মাইকিং, গেম কুইজ প্রতিযোগিতা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply