1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

বড়দিন উদযাপনে প্রস্তুত রাজশাহীর চার্চগুলো

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উদযাপনের জন্য শেষ মুহূর্তে চার্চ সাজাতে ব্যস্ত কর্তৃপক্ষ। আলোকসজ্জা, গোশালা, ক্রিসমাস-ট্রিসহ নানান সাজসজ্জায় নতুন রূপে সেজেছে রাজশাহীর চার্চগুলো।

নগরীর বাগান পাড়া এলাকায় অবস্থিত রাজশাহী ধর্ম প্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা। সেখানে গিয়ে দেখা যায়, আল্পনা করা হয়েছে গেটের শুরু থেকেই। পাশেই ক্রিসমাস-ট্রিতে করা হয়েছে আলোকসজ্জা। চার্চের প্রবেশ গেটের সামনেই বানানো হয়েছে গোশালা। যিশুর জন্মের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে গোশালায়। সেটিকে সাজানো হয়েছে নান্দনিক সাজসজ্জায়। শুধু গির্জা নয়, রং আর তুলি দিয়ে লেখা হয়েছে শুভ বড়দিন। নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে সাজানো নগরীর পবিত্র উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা। নগরীর সব গির্জার ভেতরেই গত কয়েক দিন ধরে চলছে উৎসবের প্রস্তুতি। গির্জায় গির্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি।

রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভার রোজারিও বলেন, রাজশাহী বিভাগে ২৬টি ও মহানগরে ৩টি চার্চে বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিধিনিষেধ জারি করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা জারির কথা জানান সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- রবিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২ এর ২৬ এর ১ এর- ঢ, ২৯ এর ১ এর-ক ও খ ধারা) অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ক্রয়-বিক্রয়-ব্যবহারে নিষেধাজ্ঞা। এছাড়া হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন পরিহার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট