স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত নারী আসনের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে । এই নির্বাচনে রাসিকের সাধারণ ২৫, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নগরীর বোয়ালিয়া ও মতিহার থানা এলাকার ১৩টি ভোটকেন্দ্রের ১১১টি বুথে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে তিনটি ওয়ার্ড মিলে ভোটার প্রায় ৪০ হাজার জন। নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজশাহী অঞ্চলিক নির্বাচন কর্যালয়। নির্বাচনে ৯ জন প্রার্থী অংশ নেবেন। আয়শা খাতুন আনারস প্রতীকে, তন্ময় আক্তার মোবাইল ফোন প্রতীকে, নুরুন নাহার বেগম বেহালা প্রতীকে, ফাতেমা খাতুন চশমা প্রতীকে, ফেরদৌসী ডলফিন প্রতীকে, রোকেয়া বেগম খুশি বই প্রতীকে, সখিনা খুতুন গ্লাস প্রতীকে, সাইমা হেলিকপ্টার প্রতীকে, শোভা বেগম জিপ গাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ দিন সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলওয়ার হোসেন জানান, নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর লাইলী বেগম (৫৪) মারা যান। তিনি নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বাজে কাজলা ফুলতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনী সমস্যায় ভুগছিলেন।
Leave a Reply