স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী জয়লাভ করেছেন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ১ হাজার ৯৮৩ ভোট, সাইফুল ইসলাম ৩ হাজার ৪৮৫ ভোট এবং ইসরাফিল বিশ্বাস ৪২২ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৯ টায় বাঘার সহকারী রিটানিং কর্মকর্তা মুজিবুল আলম বেসরকারিভাবে আক্কাছ আলীকে পৌর মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
মুজিবুল আলম বলেন, বাঘা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে একযোগে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
Leave a Reply