স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং এন্ড অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার তিন সাংবাদিক। রোববার (১ জানুয়ারী) দুপুরে আরসিআরইউ কার্যালয়ে বার্ষিক সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বিজয়ীদের নাম ঘোষনা করেন।
২০২২ সালের ক্যাম্পাস নিউজ ও সংগঠনে বিভিন্ন কর্মকান্ডে সর্বাধিক অংশগ্রহন বিবেচনায় বিচারকগণ বিজয়ীদের নির্বাচিত করেন। এতে প্রথম নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশ ও দ্যা ডেইলি ক্যাম্পাস সেহের আলী দূর্জয়, দ্বিতীয় হয়েছেন ঢাকা রিপোর্ট ২৪. কমের তানজিলা আক্তার মিমি ও তৃতীয় হয়েছেন বরেন্দ্র এক্সপ্রেসের সুজন আলী।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আজমত আলী, ড. সৈয়দ আলী আহসান, মোস্তাফিজুর রহমান, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওলিউর রহমান বাবু উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, সাবেক সভাপতি এম ওবাইদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতিসহ বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply