1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

নওগাঁর মাঠজুড়ে হলুদের ঢেউ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নওগাঁ: জেলার ১১টি উপজেলার ফসলের মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের মাখামাখি। যেখানে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্যের নান্দনিকতায়। চলতি মৌসুমে জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। এছাড়া সরিষার ব্যাপক ফলন পাবেন বলেও আশা করছেন কৃষক ও সংশ্লিষ্ট অফিস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসেব অনুযায়ী, এ বছর অঞ্চলভেদে ৪৭ হাজার ৮০০ হেক্টর জমিতে উন্নত জাতের বারি-১৪, ১৫, ১৭ ও ১৮ এবং বিনা-৪, ৯ ও টরি-৭ সরিষার আবাদ করা হয়েছে। গত বছর ৩৪ হাজার ৭৪৫ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল। যা এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৫৫ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।

সংস্থাটি আরও জানায়, সদর উপজেলায় ২ হাজার ৬২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৬ হাজার ৬৬৫ হেক্টর, আত্রাইয়ে ৩ হাজার ১০ হেক্টর, মান্দায় ৬ হাজার ৩০০ হেক্টর, মহাদেবপুরে ২ হাজার ৬৯০ হেক্টর, বদলগাছীতে ১ হাজার ২৬০ হেক্টর, নিয়ামতপুরে ৫ হাজার ৫৫০ হেক্টর, ধামইরহাটে ৩ হাজার ৩৫৫ হেক্টর, পত্নীতলায় ৬ হাজার ৩৫০ হেক্টর, সাপাহারে ৫ হাজার ৫৯০ হেক্টর এবং পোরশায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যেখান থেকে ৭২ হাজার ৫০০ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

সদর উপজেলার তাজনগর গ্রামের কৃষক লুৎফর রহমান গতবছর এক বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছিলেন। বিঘায় ফলন পেয়েছিলেন পাঁচ মণ। দাম পেয়েছিলেন প্রতিমণ ৩২০০ টাকা, যা দিয়ে ইরি-বোরো আবাদ করতে সুবিধা হয়েছে। বাজারে সরিষা তেলের দাম বেশি হওয়ায় এবছর দুই বিঘা জমিতে আবাদ করেছি।

মান্দা উপজেলার ছোটমুল্লুক গ্রামের কৃষক আইয়ুব আলী বলেন, এবছর তিন বিঘা জমিতে দেশীয় জাতের সরিষার আবাদ করেছি। দেশি সরিষা কিছুদিন আগেই জমি থেকে উঠানো যায়। এরপর ওই জমিতে ইরি-বোরো লাগানো হয়। এবছর সরিষার আবাদ ভালো হয়েছে। আশা করছি, ফলন ও দাম ভালো পাওয়া যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন জানান, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সরিষার আবাদ হয়েছে। আশা করছি, কৃষকরা অনেক লাভবান হবেন।ভবিষ্যতে আমাদের তেল আমদানি নির্ভরতা অনেকাংশে কমে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট