স্টাফ রিপোর্টার: ’মাতৃভাষা আমদের অহংকার, বাংলা ভাষা হোক সবার’ এই স্লোগানে রাজশাহী কলেজে শুরু হয়েছে বাংলা বিশারদের পঞ্চম আসর। বুধবার রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে গ্রুপ পর্বের প্রতিযোগিতা শুরু হয়। কলেজের পরিসংখ্যান বিভাগের পাইওনিয়ার ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। রাজশাহী কলেজ ছাড়াও শহরের আরও সাতটি কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
কলেজগুলো হলো- রাজশাহী কলেজ, গভ: নিউ ডিগ্রি কলেজ, রাজশাহী মহিলা কলেজ, বরেন্দ্র কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, রাজশাহী কোর্ট কলেজ, বুদ্ধিজীবী কলেজ এবং বঙ্গবন্ধু কলেজ।
বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশ সাধন বাংলা বিশারদের মুল লক্ষ্য। রাজশাহী কলেজে প্রতি বছরের নেয় বাংলাবিদ দের খুঁজতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবছর আটটি কলেজের সমন্বয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।
ব্যাকরণ, সাহিত্য, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মানসিক দক্ষতার, অনুধাবন (কবিতা-উদ্দিপক) প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স এর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। রাজশাহী কলেজ থেকে ৩ সদস্যের ৩০ টি দল এবং বাইরের ৭ টি কলেজের ৩ সদস্যের ৩৬ টি দল অংশগ্রহণ করে।
গ্রুপ পর্ব ও সেমিফাইনা শেষে ফাইনালে ৪ টি দল অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানায়।
এ বছরের বাংলা বিশারদ প্রতিযোগিতায় প্রথম বারের মতো ইলেকট্রনিক বার্জার সংযোজন করা হয়েছে এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৬-২৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতার চুরান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পাইওনিয়ার ক্লাবের সভাপতি তন্ময় কুমার সেন।
Leave a Reply