স্টাফ রিপোর্টার: রাজশাহী কম্পিউটার সমিতির ২০২৩-২৪ সালের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জুলফিকার ওলিউল্লাহ রুমি (এসআর ল্যাপটপ শোরুম)। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আহমেদ রাজাভী (ল্যাপটপ সিটি)। শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মোঃ কবিউল হক সিয়াম, যুগ্ম সাধারণ সম্পদক মোঃ নুরুজ্জামান মিল্টন (আই-টেক সিস্টেম)। এছাড়া জয়ের তালিকায় রয়েছেন আবু বকর সিদ্দিক, সৈয়দ হুমায়ুন কবির জন, আমিনুল ইসলাম সোহেল, মোঃ মাসুদুর রহমান, এস এম শামীম।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ রাজাভী সাংবাদিকদের জানিয়েছেন, এই জয়ে তাদের কাজ করার একটি প্লাটর্ফম তৈরী হয়েছে। নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিটি কাজসমুহ আগামী দুই বছরের মধ্যে শেষ করবেন বলে আশাবাদী। এজন্য তিনি সকলের সহযোগিতা আশাবাদ করেন।
Leave a Reply