1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

স্বাধীনতা দিবসের বিশেষ খাবারের দাবিতে রাবির হল গেটে তালা

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, রাবি: মহান স্বাধীনতা দিবসের বিশেষ খাবারের দাবিসহ ১২ দফা দাবিতে হল গেটে তালা লাগিয়ে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার বেলা ২টার দিকে হলের প্রধান ফটকে তালা লাগায় শিক্ষার্থীরা। পরে পৌনে ৩টার দিকে হল প্রাধ্যক্ষ উপস্থিত হলে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে- ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি, হলে ইফতারের ব্যবস্থা করা, ওয়াই ফাইয়ের ধীরগতি সমস্যার স্থায়ী সমাধান, মশা নিধনের ব্যবস্থা করা, রেডিং রুমের পরিসর বৃদ্ধি, হলে জিমনেশিয়াম চালু করা, গোসল খানায় ঝুড়ির ব্যবস্থা করতে, গেমস রুম ও বিতর্ক পাঠশালা অন্যত্র স্থানান্তর, প্রত্যেক তলায় বিশুদ্ধ পানির ব্যবস্থা ও পানির ট্যাংক পরিষ্কার করা।

প্রত্যক্ষদর্শী ও হলের আবাসিক শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে হলের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা হল গেটে জড়ো হতে শুরু করে। এক পর্যায়ে তারা হল গেটে তালা লাগিয়ে দেয়। এতে হলের আবাসিক শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর হল প্রাধ্যক্ষ আসলে তালা খুলে দেওয়া হয়। পরে বিকেল তিনটার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক নাঈম আলীর নেতৃত্বে শিক্ষার্থীরা হল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। প্রায় দুইঘণ্টা ধরে এ আলোচনা চলে বিকেল ৫টা পর্যন্ত।

আন্দোলনের বিষয়ে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বলেন, প্রতিবছরই মহান স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের বিশেষ খাবার প্রদান করা হয়। কিন্ত এবার আমরা এখন পর্যন্ত খাবারের টোকেন পাইনি। শুনেছি এবার খাবার দেওয়া হবে না। তাই আমরা আন্দোলন শুরু করেছি। এছাড়াও আমাদের হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান অনেক কম হওয়ায় ওই খাবার খেয়ে রোজা রাখতে আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা খাবারের মানোন্নয়নের দাবি জানিয়েছি।

সার্বিক বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, কালকের মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে বিশেষ খাবারটা দিতে পারছি না। আমরা ২৭ মার্চ প্রাধ্যক্ষ পরিষদের সভা ডেকেছি। সেই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করেছি। কিছু দাবি আমরা খুব শীঘ্রই পূরণ করবো।

বিশেষ খাবারের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সৈয়দা নুসরাত জাহান বলেন, রমজান মাস বিবেচনা করে আমরা একটা ইফতারের ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু অতীতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে মারামারিতে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনা বিবেচনায় আমরা বিজয় দিবসে এই বিশেষ খাবার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। তবে আজ যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই প্রেক্ষিতে আমরা আগামী পরশু সভা আহ্বান করেছি। আমরা এ মাসের মধ্যেই বিশেষ খাবারের ব্যবস্থা করবো।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট