বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনয়সশিল্পী জিতু কমল ও নবনীতা দাস পর্দার বাইরে একে অপরের জীবনসঙ্গী। রিয়েল লাইফের জুটি হিসেবে ভালোই জনপ্রিয় তারা। কিন্তু এবার ঘটল বিপত্তি। স্বামী জিতুকে লাথি মেরে কটাক্ষের শিকার হচ্ছেন নবনীতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তবে নবনীতার লাথি মারাটা ছিল অভিনয় মাত্র। বর্তমানে রিলের ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু অভিনেতা। প্রতিদিন নিত্যনতুন ভিডিও তৈরি করে পোস্ট করেন অভিনেতারা। তেমনই এক রিল তৈরি করেছিলেন জিতু এবং তার স্ত্রী। রিলের উপর নির্ভর করেই পরবর্তী কাজের সুযোগ পান অভিনেতারা। কারণ, রিলের মাধ্যমেই অনুরাগীর সংখ্যা বাড়ে তাদের। এবার তেমনই মজার ভিডিও তৈরি করতে গিয়ে ঘটল বিপত্তি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, খাটে বসে মন দিয়ে মোবাইল ঘাঁটছেন অভিনেতা জিতু কমল। আচমকাই গায়ে পা চালিয়ে দিলেন তার স্ত্রী নবনীতা দাস। যা দেখে অবাক অনুরাগীরা। বিষয়টি পাতানো হলেও মানতে পারছেন না তারা। কটাক্ষের তীর ছুড়ছেন নবনীতার দিকে।
এক জন লিখেছেন, ‘ছিঃ! বরের গায়ে লাথি মেরে রিল? জঘন্য হয়েছে। এটা অন্যভাবেও করা যেত। যত অসভ্যতামি!’ অন্য এক জনের মন্তব্য, ‘জয় তারা, লাথি মারছে শিবের মতো স্বামীকে?’ রুচি হারিয়ে ফেলেছেন তারা। বোধবুদ্ধি লোপ পেয়েছে, এমন মন্তব্যও শুনতে হচ্ছে তাদের। যদিও এই প্রসঙ্গে জিতু-নবনীতার কেউ-ই কিছু বলেননি।
Leave a Reply